২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিদেশী বিনিয়োগ পেলো প্রিয়শপ

-

দেশের বিটুবি মার্কেটপ্লেস প্রিয়শপ, প্রি-সিরিজ এ রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ তাদের সেবার পরিধি দেশব্যাপী ছড়িয়ে দেবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটালাইজেশনের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চারস প্রিয়শপের লিড বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করেছে। এ ছাড়াও ভিন্ন ভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ইভোলিউশন ভেঞ্চারস, ইটারেটিভ, এসওএসভি (অরবিট স্টার্টআপ), জিএফআর ফান্ড, বনবিলো, একসেলেরাটিং এশিয়া, সাউথ এশিয়া টেক পার্টনারস এবং ভল্টিটি।
বিনিয়োগের বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান বলেন, ‘এই বিনিয়োগ প্রিয়শপের সেবা দেশব্যাপী প্রসার করতে এবং একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার প্রসেসকে সহজকরণ এবং এম্বাডেড ফাইন্যাসের মাধ্যমে তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।’
সেঞ্চুরি ওক ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা কুওক ফং ড্যাং এই বিনিয়োগের ব্যাপারে বলেন, ‘প্রিয়শপের শক্তিশালী বিজনেস মডেল ও তাদের অপারেশনে আমরা অংশীদার হতে পেরে গর্বিত।’

 


আরো সংবাদ



premium cement

সকল